তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৩ সংগঠনের আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৯ পিএম, ২২ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:১৫ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্ম দিন উপলক্ষে বগুড়া জেলা জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স ইউনিয়ন, হোটেল রেস্তরা শ্রমিক ইউনিয়ন, রিকশা ভ্যান শ্রমিক দলের উদ্দোগে আজ মঙ্গলবার ২২ বিকেল ৫ টায় সাতমাথায় রিকশা ভ্যান সংগঠন কার্যালয়, সংবাদপত্র হকার্স ইউনিয়ন এর প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক পবিত্র প্রামানিকের সভাপত্বিতে তারেক রহমানের জন্মদিনের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সিঃ সাংবাদিক আবদুর রহিম বগরা, বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন দৈনিক দিনকাল এর বিশেষ প্রতিনিধি কালাম আজাদ, বিশেষ অতিথি জেলা শ্রমিক দলের সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল কবির, সংগঠনিক সম্পাদক লিটন শেখ বাঘা, শামসুল আজম।
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষক দল নেতা আব্দুল বারী, বগুড়া জেলা জাগপার সহ-সভাপতি আবু রাহান। শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ইউসুফ আবদুল্লাহ হারুন, শফিকুল ইসলাম, হোটেল শ্রমিক নেতা সাদেক আলী, নুরুল ইসলাম নুরু, রিকশা ভ্যান শ্রমিক দল নেতা জিল্লুর রহমান জুয়েল, সংবাদপত্র হকার্স নেতা এমদাদুল হক সাইদ, নুর আমিন, আবদুল বারী, শ্রমিক দল নেতা আলামিন হোসেন, উজ্জ্বল হোসেন, আবদুলহেল বারী নয়ন, বেলাল হোসেন, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ রাজুসহ প্রমুখ।