রংপুরে বিএনপির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৫ পিএম, ২২ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:২৬ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ছাত্রদল নেতা নয়ন মিয়া হত্যার প্রতিবাদে রংপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। এসময় ব্ক্ষিুব্ধ বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের লাঠি চার্জ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ৩ পুলিশ সহ ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে কাউনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রাসেলের অবস্থা আশংকাজনক। আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু সাংবাদিকদের জানিয়েছেন, আজ মঙ্গলবার বিকালে নগরীর শাপলা চত্বর থেকে মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ে যাওয়ার পথে গ্র্যান্ডহোটেল মোড়ে পুলিশ তাদের শান্তি পূর্ন মিছিলে বিনা উস্কানীতে লাঠিচার্জ শুরু করে। এসময় হারাগাছ পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মামুনার রশিদ মামুন, হারাগাছ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু জেলা, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ময়েন উদ্দীন,পীরগাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিছ ভূঞা, পীরগাছার ইটাকুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রওশন আরা রত্মা বেগমের নাম জানাগেছে।
পুলিশ বলছে এসময় তাদের তিন সদস্য আহত হয়েছেন। পুলিশের সাথে ধাক্কাধাক্কি এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের এএসআই মোমেন, নায়েক মানিক হোসেন এবং কনস্টেবল মিঠুন চন্দ আহত হয়।
মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী বলেন, বিএনপি নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর আগে গতকাল সকালে মাহানগর বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ তাতেঁ বাধাঁ দেয়। এ নিয়ে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাক্কা ধাক্কি হয়। পরে সেখানেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপত্বি বক্তব্য রাখেন, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, সদস্য সুলতান আলম বুল বুল সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ ঘটনার পর থেকে নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।