নওগাঁয় বিএনপির নেতাদের নামে গায়েবি মামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১১ পিএম, ২২ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:২২ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌর আওয়ামী লীগের কার্যালয়ে বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ৯ নেতা-কর্মীসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত শনিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে বিস্ফোরণ ও ভাঙচুরের এই ঘটনার অভিযোগ এনে গত রবিবার (২০ নভেম্বর) রাতে বিস্ফোরক দ্রব্য আইন ও দন্ডবিধি-১৮৬০-এর ১৪৩, ৪৪৮, ৪২৭, ১১৪ ও ৩৪ ধারায় একটি মামলা হয়েছে।
নজিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রাণেশ্বর হালদার বাদী হয়ে এই মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি।
গতকাল সোমবার (২১ নভেম্বর) পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নজিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মামুদপুর মোড়ে অবস্থিত পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গত শনিবার রাত সাড়ে ১২ টার দিকে বিএনপির নেতাকর্মীরা হামলা চালায় বলে মামলায় অভিযোগ করা হয়।
উপজেলা বিএনপির আহবায়ক ও প্রতিষ্ঠাতা ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসেন সাহিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, পত্নীতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামের নেতৃত্বে বিএনপির ২০-২৫ জন নেতাকর্মী এ হামলায় অংশ নেন বলে অভিযোগ করা হয়েছে। তাঁরা দলীয় কার্যালয়ের তালা ভেঙ্গে প্রবেশ করে সেখানে ভাঙচুর চালায়। এসময় কার্যালয়ের ভেতরের চেয়ার, টেবিল ও টিভি সেট ভাঙচুর করার অভিযোগ আনা হয়েছে। আতঙ্ক ছড়ানোর জন্য অফিসের ভেতরে বিস্ফোরণ ঘটানোর কথা বলা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবীর চৌধুরীর দাবি, বিএনপি-জামায়াত চক্র ত্রাস সৃষ্টি করার জন্য আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও বিস্ফোরণ ঘটিয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
অপরদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশে নেতাকর্মীরা যাতে অংশ নিতে না পারে, সেই উদ্দেশ্যেই আওয়ামী লীগ এই মিথ্যা মামলার নাটক সাজিয়েছ।
আজ এ বিষয়ে যোগাযোগ করা হলে, নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টুকু জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরাই দলীয় অফিসে ভাঙচুর চালিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির গণসমাবেশ বাধাগ্রস্ত করতেই তারা নতুন নতুন চক্রান্ত শুরু করেছে, তারই অংশ হিসেবে এই অফিস ভাঙ্গা নাটক সাজিয়েছে আওয়ামী লীগ।
তিনি আরো বলেন, বর্তমান আন্দোলন শুধু বিএনপির মধ্যে সীমাবদ্ধ নেই। এখানে সাধারণ মানুষের সম্পৃক্ততা ঘটেছে ফলে মিথ্যা মামলা দিয়ে আন্দোলন থামানো যাবে না বরং দিন দিন আরও বেগবান হবে এবং সরকারের পতন নিশ্চিত হবে বলে তিনি জানান।