জিয়াউর রহমান ফাইন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৯ পিএম, ২২ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:২৭ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ময়মনসিংহে এতিম শিশুদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি পালন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে নগরীর মাসকান্দা এলাকার আল মানার মাদরাসা চত্বরে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের ৫৮ তম জন্মদিন উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে সংগঠনের বিভাগীয় শাখা।
এ সময় অর্ধশতাধিক এতিম মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
পরে তারেক রহমানের ৫৮ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভাগীয় কো-অর্ডিনেটর ডা. সায়েম মনোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ,অধ্যাপক ডা. একেএম মূসা শাহীন, প্রফেসর ড. একেএম ফজলুল হক ভূইয়া, কৃষিবিদ ড. মুহাম্মদ হেলাল উদ্দিন, কৃষিবিদ মনির উদ্দিন আহমেদ, মাহাবুবুর রশিদ গোলাপ, ওয়াহেদা ইয়াসমিন লিপি, অ্যাড. আজাহারুল হক, ডা. এইএইচএম হাসান, ডা. ছাইফুল ইসলাম খান, কৃষিবিদ হাবিব মো. সাইফুর রহমান প্রমূখ।