খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৭ এএম, ২২ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:৩৩ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. নয়ন মিয়া নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা ১১.৩০ ঘটিকায় কলাবাগান মিল্লাত চত্বর হতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাঙ্গাব্রীজ সমাবেশ করে।
আগামী ২৬ নভেম্বর বিএনপির কুমিল্লা বিভাগীয় মহাসমাবেশ সফল করতে গত শনিবার (১৯ নভেম্বর) বিকেলে লিফলেট বিতরণকালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. নয়ন মিয়াকে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পুলিশ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের আজ্ঞাবহ দলবাজ পুলিশ সদস্যরা নয়ন মিয়াকে গুলি করে। তারা দায়ী পুলিশ সদস্যদের যথাযথ বিচার দাবি করেন এবং এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি নাছির আহম্মেদ চৌধুরী, ক্ষেত্র মহন রোয়াজা, যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, ক্ষনি রঞ্জন ত্রিপুরা, মোঃ আবু তালেব, যুব বিষয়ক সম্পাদক মোঃ মাহাবুব আলম সবুজ, সদর উপজেলা বিএনপির সভাপতি অশোক মজুমদার, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান, জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া ও জেলা শ্রমিক দলের যুগ্ম-সম্পাদক রতন ত্রিপুরা সহ আরো অনেকে।