তারেক রহমানের জন্মদিন উপলক্ষে চট্টগ্রামস্থ উত্তরবঙ্গ জাতীয়তাবাদী ফোরামের দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৫ এএম, ২২ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:১১ এএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু এবং জিয়া পরিবারের মঙ্গল কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে চট্টগ্রামস্থ উত্তরবঙ্গ জাতীয়তাবাদী ফোরাম।
গতকাল সোমবার (২১ নভেম্বর) বাদ মাগরিব নগরীর স্থানীয় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি খাইরুল আলম দিপু, হারুন আল রশীদ,সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সহ-দফতর সম্পাদক জাহিদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক নাঈম শেখ, বিএনপি নেতা জুলফিকার হাবিব রানা, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক সুমন আহমেদ সহ প্রমুখ।