জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনা কাদেরের খেলার অংশ : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২১ পিএম, ২১ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০১:৩২ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ঢাকার নিম্ন আদালত থেকে মৃত্যুদন্ড পাওয়া আসামি জেএমবির দুই সদস্য পালিয়ে যাওয়ার ঘটনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের খেলার অংশ কিনা এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, গতকালের ঘটনা নাটক কিনা আমরা জানি না। তবে তাদের (আওয়ামী লীগ) লোকের মুখে নাটকের কথা শুনেছি। গতকাল আদালত পাড়ায় যে ঘটনাটা এটা নাটক কিনা তা জনগণের মনে প্রশ্ন জেগেছে। একজন জঙ্গি যার হাতে হাত কড়া, পায়ে বেড়ি পরা সে মোটরসাইকেলে চড়ে পালিয়ে গেল এগুলো মানুষ বিভিন্নভাবে দেখছে। এটাও তো ওবায়দুল কাদেরের খেলার অংশ হতে পারে। ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে অভিযান হবে কিনা? নির্যাতন হবে কিনা? এই ঘটনা নাটক বা তামাসা কিনা এটা কিন্তু তাদের ঊর্ধ্বতন নেতাকর্মীদের বক্তব্যে প্রমাণিত হচ্ছে।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরবঙ্গ ছাত্র ফোরামের উদ্যোগে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, একটি লাশের কাফন পরাতে না পরাতেই আরেকটি লাশ হচ্ছে। একটি কবর খনন সম্পূর্ণ হতে না হতেই আরেকটি কবর খনন করতে হচ্ছে। এরকম একটি দুঃসময়ে তারেক রহমানের ৫৮তম জন্মদিন। এই দিনটি জাঁকজমকপূর্ণভাবে পালন করা যাবে না এই নির্দেশনা তিনি (তারেক রহমান) লন্ডন থেকে জানিয়েছেন। এটাই তো একজন দেশ নেতার দৃষ্টিসীমা।
বিএনপির এই নেতা বলেন, এক ভয়ংকর দুঃসময়ের মধ্যে আছে বাংলাদেশের মানুষ। যারা জননন্দিত, দেশের মানুষের জন্য কাজ করেন, কথা বলেন তারা কারাগারে। আর গুন্ডা পান্ডারা বাইরে দাপিয়ে বেড়াচ্ছে। তাদের কারণে গোটা রাষ্ট্রের মানুষ ভয়ে আছে। রিজভী বলেন, গণতন্ত্রের ন্যূনতম জায়গা এখন নেই সেখানে কর্তৃত্ব বাদ আসন পেতে বসেছে। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মুক্তি হচ্ছে না। এতে প্রমাণিত তিনি গণতন্ত্রের পক্ষে আছেন। দেশনায়ক তারেক রহমান দেশে আসতে পারছেন না বিদেশে থাকা অবস্থায় তার নামে মিথ্যা মামলা ও গ্রেফতারি পরানো জারি করছে এই কর্তৃত্ববাদী সরকার। তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এগুলো করছে।
এর পরে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে মোহাম্মদপুরে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বিএনপি নেতা মাহবুব ইসলাম ও স্থানীয় বিএনপি আয়োজিত দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, অধ্যাপক আমিনুল ইসলাম, বখতিয়ার আহমেদ কচি, ওমর ফারুক কায়সার, মেহেবুব মাসুম শান্ত প্রমুখ। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেও দোয়া করা হয়।