মামলা, হামালা ও হত্যা করে জনতার আন্দোলন থামানো যাবে না : মিলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩২ পিএম, ২১ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৩:৩০ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই গণসামবেশ সফল করার লক্ষ্যে দামকুড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার বিকেল ৪ টার সময় দামকুড়া হাট কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, রাজশাহীর গণসমাবেশ ঠেকাতে ইতোমধ্যে সরকারের নির্দেশে আইনশৃংখলা বাহিনী মাঠে নেমে গেছে। বিভাগের প্রতিটি জেলা, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নামে নতুন করে মিথ্যা মামলা দিয়ে আটক ও হয়রানী করছে। সেইসাথে আতঙ্ক সৃষ্টি করে গণসমাবেশ বাতিল করার ষড়যন্ত্র করছে এই সরকার। কিন্তু মামলা, হামলা, ও গুলি করে নেতৃবৃন্দদের হত্যা করে গণজোয়ার রোধ এবং এই অবৈধ সরকারের পতন রোধ করা যাবেনা।
তিনি বলেন, রাজশাহীর গণসমাবেশ সব থকে বড় এবং অর্থবহ হবে। কারণ রাজশাহী থেকে সকল প্রকার আন্দোলন শুরু হয়। এবারও এর ব্যত্ব্যয় ঘটবেনা বলে উল্লেখ করেন মিলন। দেশের জনগণ ও দেশকে বাঁচাতে, দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করা, সংবিধান অনুযায়ী সকল প্রকার স্বাধীনতা ফিরিয়ে দেয়া এবং গণতন্ত্রের মা, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলনকে চুড়ান্ত রুপদান করতে বিভাগীয় গণসমাবেশে সকল প্রকার বাধা উপেক্ষা করে সঠিক সময়ে মাদ্রাসা মাঠে উপস্থিত হওয়ার আহ্বান জানান মিলন।
দামকুড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নওসাদ আলী মেম্বরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মকবুল হোসেন, রাজশাহী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, রাজশাহী জেলা বিএনপি সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, শাহজাহান আলী, পবা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু, আড়ানীর চেয়ারম্যান নাসের আলী, দর্শন পাড়া ইউপি সাবেক চেয়ারম্যান রমজান আলী, হুজুরীপাড়া বিএনপি’র আহ্বায়ক আবুল কালাম, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর কৃষক দলের সাবেক আহ্বায়ক ওয়াদুদ রহমান পিন্টু।
আরো উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী জেলা মৎসজীবি দলের সদস্য সচিব বকুল আহম্মেদ আজাদ,বিএনপি নেতা সাইদুর রহমান, হান্নান মেম্বর, এনামুল, আব্দুর রাজ্জাক, রিয়াজুদ্দিন, মজিবর, মিশু, ইন্তাজ, আব্দুল হান্নান, আশরাফ আলী, খোশ আহম্মেদ মুকুল, আকবর আলী, জালাল উদ্দিন, মহব্বত আলী, পিয়ারুল আলী, জাফর উদ্দিন রবিউল, আহসান হাবিব বাবু, সাইদুর মেম্বর, আলাউদ্দিন মেম্বর, জয়নাল আবেদিন মেম্বারসহ দামকুড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।