শাজাহানপুরে তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৩ পিএম, ২১ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৬:০৮ এএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে আজ সোমবার বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর উপজেলার চোপীনগর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যদের মধ্যে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানি, সিনিয়র যুগ্ম-সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।