বেগম খালেদা জিয়া ও মহিলা দল নেত্রী সুলতানার মুক্তির দাবীতে ফরিদপুরে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২১ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১২:৪৮ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি,দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের গুম হত্যার পতিবাদে এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে অন্যায় ভাবে গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে আজ সোমবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ফরিদপুর জেলা ও মহানগর মহিলা দল।
শহরের ফরিদপুর জেনারেল হাসপাতালের সামনে থেকে বিকাল ৪টার সময় জেলা মহিলা দলের সভাপতি নাজরীন রহমান ও মহানগর মহিলা দলের সভাপতি রুখশানা পারভীন পাপিয়ার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্ত্বরে এসে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সভাপতি নাজরীন রহমান, মহানগর মহিলা দলের সভাপতি রুখশানা পারভীন পাপিয়া, জেলা মহিলা দলের সহ-সভাপতি শাহনাজ সুলতানা প্রমুখ।
এ সময় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন আলম, সাংগঠনিক সম্পাদক লুবনা জাহান, সহ-সাংগঠনিক সম্পাদক পাপিয়া ইসলাম, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক শিল্পী আক্তার, সহ-সভাপতি ডলি আক্তার, যুগ্ম-সম্পাদক নরুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তরা অবিলম্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তি দাবী করেন এবং গণতান্ত্রিক আন্দোলনে সরকারকে গুম-খুন বন্ধ করার আহবান জানান।