ফরিদগঞ্জে গণমানুষের হাতে বিএনপির লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৩ এএম, ২১ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৬:৩৫ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির, খুনগুম ও বিএনপির নেতাকর্মীদের হত্যা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লায় আয়োজিত জনসমাবেশে যোগ দিতে গত কয়েকদিন যাবৎ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণমানুষের হাতে লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যনিরবাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের নির্দেশে গত রোববার ও গতকাল সোমবার ফরিদগঞ্জের ১৫ নং দক্ষিণ রুপসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের নেতৃত্বে বিএনপির একটি দল ওই ইউনিয়নের রুপসা বাজার, রুস্তম বাজার ও ভাটেরহদ সহ কয়েকটি এলাকায় বিএনপির লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা আব্দুল জলিল বলেন, আগামী শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লায় বিএনপির গণসমাবেশে যোগ দিতে দলের কেন্দ্রীয় নেতা সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের নির্দেশে আমরা ওই সমাবেশে যাওয়ার দাওয়াত হিসেবে গণমানুষের হাতে উক্ত লিফলেট বিতরণ অব্যাহত রাখবো।