ফরিদপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪০ এএম, ২১ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৮:৫৯ পিএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়াকে গুলি করে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে গতকাল রবিবার (২০ নভেম্বর) ফরিদপুর জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দলীয় সুত্রে জানা যায়, দুুপুর ২টার সময় শহরের গোয়ালচামট মিয়াপাড়া সংলগ্ন এলাকা থেকে জেলা ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পুরাতন বাসষ্ট্যান্ড হয়ে ভাংগা রাস্তার মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারন সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সহ-সভাপতি সোয়েব শেখ, সহ-সভাপতি কৌশিক আহমেদ অনিক, সহ-সভাপতি শামীম খান কায়েস, সহ-সভাপতি আরেফিন কায়েস মাহমুদ, যুগ্ন সম্পাদক নোমান আশরাফুজ্জামান, যুগ্নসম্পাদক শাহরিয়ার হোসেন জুয়েল, সহ-সাধারণ সম্পাদক মাসুদ মিয়া শাওন, সহ-সাধারন সম্পাদক এজাজুল মাতুব্বর, তথ্য গবেষনা সম্পাদক নাইমুল ইসলাম, সাহিত্য প্রকাশনা সম্পাদক পারভেজ খান, অর্থ-সম্পাদক নাজমুল হাসান, সহ-দপ্তর সম্পাদক বায়েজিদ শেখ, কোতোয়ালী থানা ছাত্রদলের আহবায়ক নাদিম মাহমুদ রুবেল, যুগ্ন আহবায়ক ইমন বিশ্বাস বাবু প্রমুখ।