টঙ্গীতে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৯ এএম, ২১ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৯:৪৭ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গাজীপুরের টঙ্গীতে সাইফুল ইসলাম (৪৭) নামে এক যুবলীগ নেতা সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন।
গতকাল রবিবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে আউচপাড়া সফিউদ্দিন সরকার একাডেমি রোডে এ ঘটনা ঘটেছে। তিনি গাসিক ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এলাকাবাসী জানান, রাত ৯টার দিকে সফিউদ্দিন সরকার একাডেমি রোডে বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমানের বাড়ির সামনে কয়েকজন যুবক অতর্কিতে যুবলীগ নেতা সাইফুল ইসলামের ওপর চড়াও হয়।
সন্ত্রাসীদের হামলায় আহত সাইফুলকে উদ্ধার করে হোসেন মার্কেটের ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ পাশের একটি বাড়ির সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেন। তাতে দেখা যায়, স্থানীয় দুই যুবক মোটরসাইকেলে এসে প্রথমে সাইফুলের ওপর চড়াও হন।
এ সময় ঘটনাস্থলে কয়েকটি রিকশা আটকা পড়ে। ফুটেজে পথচারীদের ভয়ে হামলাকারীদের দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা গেছে।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।