তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তেরখাদার একাধিক মসজিদ-মাদ্রাসায় দোয়া ও কুরআন খতম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৮ এএম, ২১ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৭:১১ এএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিকের উদ্যোগে তেরখাদা উপজেলার পৃথক মসজিদ-মাদ্রাসা ও এতিমখানায় তারেক রহমানের পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুরআন খতম, দোয়া ও এতিমদের মাঝে রান্না খাবার বিতরণ করা হয়।
তেরখাদা বাজার জামে মসজিদ, পদ্মবিলা হাজী নুরজাহান মহিলা কওমি মাদ্রাসা ও এতিমখানা এবং লেবুদিয়া মন্ডলগাতি হারেজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায় তেরখাদা উপজেলা বিএনপির আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ বিল্লাল হোসেন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে.এম মোস্তাক আহমেদ, প্রচার সম্পাদক রবিউল ইসলাম লাকু, উপজেলা বিএনপি নেতা শেখ লালিম, গোলজার আলম, ফেরদাউস, পারভেজ, জিনিয়াস, ইমদাদুল, টনি, টুটুল, বাহার, নজরুল প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি বায়োজিদ হাসান আরোজ এবং পুরুষ মাদ্রাসার মুহতামিম মুত্তাকিন হোসাইন।
উক্ত মহিলা ও পুরুষ মাদ্রাসার দোয়া অনুষ্ঠানে অত্র মাদ্রাসাদ্বয়ের সভাপতিসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারভেজ মল্লিকের উদ্যোগে দীর্ঘ ১২বছর যাবৎ ধারাবাহিকভাবে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া, কুরআন খতম ও গরীবদের মাঝে খাবার বিতরণ করা হয়ে থাকে।