ছাত্রনেতা নয়ন মিয়ার হত্যাকান্ডের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৭ এএম, ২১ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৭:১২ এএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪
কুমিল্লা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণকালে আওয়ামী আজ্ঞাবহ পুলিশ সদস্যের গুলিতে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোঃ নয়ন মিয়ার হত্যাকান্ডের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গতকাল রবিবার (২০ নভেম্বর) বিকেলে নয়া বাজার বিশ্বরোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বড়পোল গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে তুহিন বলেন, কুমিল্লায় বিপথগামী পুলিশ সদস্য কর্তৃক বিনা উস্কানিতে গুলি করে আমাদের ভাই নয়ন মিয়াকে হত্যাকান্ডের চরম নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই। আগামীতে যদি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সৈনিকদের উপর আর কোন আঘাত আসে তাহলে ছাত্রদল রাজপথে এর পাল্টা জবাব দেবে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে খুব শীঘ্রই অবৈধ আওয়ামী সরকারকে উৎখাত করা হবে, ইনশআল্লাহ।
বিক্ষোভে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে তরিকুল ইসলাম তানবীর, মাস্টার আরিফুর রহমান, সাব্বির আহমেদ, খন্দকার রাজিবুল ইসলাম হক বাপ্পি, মাহমুদুর রহমান বাবু, নুর জাফর নাঈম রাহুল, সদস্য যথাক্রমে ইমরান হোসেন বাপ্পি, দেলোয়ার হোসেন শিশির, আব্বাস উদ্দিন সহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ।