তারেক রহমান দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনতে চান : টুকু
শরিফুল হাসান, দিনকাল
প্রকাশ: ০৭:০২ পিএম, ২০ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ১১:৪৪ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আনতে চান। তাই তিনি সকলকে নিয়ে জাতীয় সরকার ও দ্বি-কক্ষ পার্লামেন্টারিয়ান ব্যবস্থা গঠন করতে চান। তারেক রহমান যিনি তার বাবা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শকে বুকে লালন করে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
আজ রবিবার দৈনিক দিনকাল কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দৈনিক দিনকালের প্রকাশক তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকীর সভাপতিত্বে ও বিশেষ প্রতিনিধি এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস, সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মোঃ খৈয়াম, সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, সাবেক সংসদ সদস্য লায়ন হারুন উর রশিদ, অধ্যক্ষ সোহরাব উদ্দীন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-কোষাধক্ষ মাহমুদুল হাসান খান বাবু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দিনকালের সিইও শরীফুল আলম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদীর ভুইয়া জুয়েল, শ্রমিক দলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ- সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নুরল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিলটন, সাবেক যুবদল নেতা এসএম জাহাঙ্গীর, ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, গাবতলী পৌর মেয়র সাইফুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির নেতা এম আর স্বাধীন, ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখরুজ্জামান বাচ্চু, ব্যারিস্টার সাইফুর রহমান, পাবনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদ, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার। এছাড়াও দৈনিক দিনকালে কর্মরত সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা আলোচনা ও মিলাদে অংশ নেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, আজ বাংলাদেশ সারা বিশ্বের কাছে নত হয়েছে এই ভোট চোর শেখ হাসিনার জন্য। শেখ হাসিনা তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পায়। তাই প্রথমেই তারেক রহমানকে দেশ থেকে দূরে রেখেছে। তারেক রহমানকে ১/১১ যেভাবে নির্যাতন করা হয়েছে এতে তিনি একজন মজলুম নেতা হয়ে দাঁড়িয়েছেন। তাই তারেক রহমানের নেতৃত্বে চলমান জনসমর্থিত বিভাগীয় আন্দোলন বাঞ্চাল করতে একে একে ৬টি লাশ ফেলেছে এই খুনি সরকার। শেখ হাসিনা সরকার জানে তারেক রহমানের যে জনপ্রিয়তা তা আওয়ামী লীগের জন্য কত বড় ক্ষতি।
তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেন ‘তিনি ছাড়া নাকি উন্নয়ন হবে না’ উনি উন্নয়ন করেন নাই। উনি উন্নয়নের নামে জনগণের মাজায় লাথি মেরেছেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।