ঢাকা মহানগর উত্তর বিএনপির ৭১ টি ওয়ার্ডে একযোগে তারেক রহমানের ৫৮তম জন্মদিন উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৮ পিএম, ২০ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৭:৩৩ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
আজ রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়া পরিবারের উত্তরসূরি, তারেক রহমানের ৫৮ তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৭১ টি ওয়ার্ডে একযোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
দোয়ায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক সহ আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এবং থানা, ওয়ার্ড, ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন ।
এদিকে ওয়ার্ডে ওয়ার্ডে মিলাদ ও দোয়ায় তারেক রহমানের সুস্থতা এবং দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেও বিশেষ দোয়া করা হয়।
অন্যদিকে তারেক রহমানের জন্য ঢাকা মহানগর উত্তরের এই ধরনের আয়োজন বেশ প্রসংসার দাবি রাখে। এসব আয়োজনে সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান এবং সদস্য সচিব আমিনুল হক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, যতদিন বিশ্বের মানচিত্রে বাংলাদেশ থাকবে ততদিন জিয়া পরিবার থাকবে। এদেশের মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে জিয়া পরিবারের নাম।
নেতৃদ্বয় আরও বলেছেন, তারেক রহমান আমাদের অহংকার। তারেক রহমানের জন্মদিন উদযাপন করতে পেরে সর্বস্তরের নেতাকর্মীরা আনন্দিত। সফলতার সাথে জনাব তারেক রহমানের জন্মদিনে দোয়া মাহফিল করায় সর্বস্তররের নেতাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন আমান ও আমিনুল।