ছাত্রদল নেতা নয়ন নিহতের ঘটনায় বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৪ পিএম, ২০ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৪:০০ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে নিহত বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মোঃ নয়ন মিয়া নিহত হওয়ার ঘটনায় বগুড়া জেলা ছাত্রদল আজ রবিবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল করেছে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান। জেলা ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিলে যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা সিদ্দিকী রাকিব, আতিকুর রহমান রিমন, শরিফ হোসেন নিরব, বাবুল প্রধান, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, রিয়াজুল ইসলাম রিতু, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সামিঊল সাজাদ সুজন, সাজু আহাম্মেদ রবি, মিল্লাত হোসেন সহ বগুড়া জেলা ছাত্রদলের অধিনস্ত ২৮টি ইউনিটের নেতাকর্মীরা।
জেলা ছাত্রদল নেতারা বিক্ষোভ মিছিলে স্লোগানে জানান, গুলি, হামলা, মামলা করে গণতান্ত্রিক আন্দোলন থামানো যায় না। গুলি, হামলা, মামলার মধ্যে আন্দোলন আরও বেগবান হচ্ছে। বর্তমান সরকারকে হটিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে ছাত্রদলের নেতাকর্মীরা ঘরে ফিরবে।