তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা ও দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৬ পিএম, ২০ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৭:২৩ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে নোয়াখালীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকালে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহি কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো: শাহজাহান।
জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. আবদুর রহমান, শহর বিএনপির সভাপতি আবু নাছের, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরণ, সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, বেগমগজ্ঞ উপজেলা বিএনপির সভাপতি বাবু কামাক্ষা চন্দ্র দাস, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদকমের ফারুক টপি,জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল অমিন খান,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান,জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, সাধারণ সম্পাদক আবু হাসান মো: নোমান প্রমুখ।এসময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়।