শ্রীপুরের নানা আয়োজনে তারেক রহমানের ৫৮তম জন্মদিন পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৮ পিএম, ২০ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৬:২২ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গাজীপুরের শ্রীপুর উপজেলায় নানা আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর তারেক রহমানের ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ মিলাদ মাহফিল দোয়া, গরীবদের মাঝে কাপড় বিতরণ করেছেন।
উপজেলা যুবদলের উদ্যোগে আজ রবিবার বাদ জোহর উপজেলার আবদার আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসায় উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সারোয়ার হোসেন শেখের সভাপতিত্বে ও সদস্য সচিব মাইদুর রহমান খান সজিবের পরিচালনায় দোয়া ও খাবার বিতরণ। বিকাল ৩টায় টেপির বাড়ি বাজার এলাকায় উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোখলেছ উদ্দিন কফিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ নজরুল ইসলাম পরিচালনা মিলাদ ও দোয়া মাহফিল। বাদ আসর মুলাইদ এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবুল আলম বেপারী সভাপতিত্বে স্বেচ্ছাসেবক দলের নেতা রাশেদুল হক নয়নের পরিচালনা দোয়া ও গরিব দুস্থদের মাঝে কাপড় বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং ছাত্রদের মাঝে খাবার, গরিব দুস্থদের মাঝে কাপড় বিতরণ, মিলাদ মাহফিল ও দোয়া করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির নেতা আবুল হোসেন প্রধান, বিএনপি নেতা বিল্লাল হোসেন, শাহাবুদ্দিন বিএসসি, শাহজাহান মড়ল, আক্তার হোসেন আকন্দ, জেলা ওলামাদলের নেতা মাওলানা ইব্রাহিম খলিল, জেলা মৎস্যজীবি দলের নেতা ফারুখ হোসেন ভুইয়া, শ্রমিকদলের নেতা রেজাউল করিম খোকন, কাজল ফকির, যুদলের নেতা লিটন পলান, এরশাদ সরকার, সুমন আকন্দ, রুকনুজ্জামান রুকন, ইন্জিঃ মামুন ফরাজি, রাসেল আহমেদ নিল, মাজেদ, আনোয়ার,নজরুল ইসলাম, নয়ন, মাওলানা আবুল কালাম কাজল, মাজহারুল ইসলাম মিন্টু, স্বেচ্ছাসেবক দলের নেতা সামসুল হক শ্যামল, মঞ্জুরুল ইসলাম মুঞ্জু, রেজাউল করিম রিপন, সরাফত হোসেন, সাইফুল ইসলাম, সারফুল ইসলাম, জহিরুল ইসলাম, শাহিনুজ্জামান সবুজ।