তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪১ পিএম, ২০ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ১১:০০ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি।
আজ রবিবার বাদ আছর হযরত শাহজালাল (র.) এর মাজার প্রাঙ্গনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সম্মূখ সমরে যুদ্ধ করে লাল সবুজের পতাকা ও ভুখণ্ড উপহার দিয়েছিলেন। তাঁর সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তায় ইশ্বান্বিত হয়ে সরকার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। ইনশাআল্লাহ অতি শীঘ্রই তিনি দেশে ফিরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিবেন। সাধারণ মানুষ তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় আছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়সল, অ্যাডভোকেট হাসান পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, শামিম আহমদ, আবুল কাশেম, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, দিদার ইবনে তাহের লস্কর, আর্জুন ঘোষ, মাহবুব আলম, আহাদ চৌধুরী শামিম, আক্তার হোসেন রাজু এডভোকেট মোবারক হোসেন শাহিন আলম জয়, মুজিবুর রহমান শিমুল প্রমুখ।