কুড়িগ্রামে ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩২ পিএম, ২০ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০২:০০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ব্রাক্ষণবাড়িয়ায় ছাত্রদলের সহসভাপতি নয়নকে গুলি করে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার দুপুরে কুড়িগ্রাম মোক্তারপাড়া জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ মিছিলে বাঁধা দেয় পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, জেলা ছাত্রদলের সাধারণ, সম্পাদক হাসান যোবায়ের হিমেল, যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন সাওন, যুগ্ম সম্পাদক সোহেল আহমেদ, যুগ্ম সম্পাদক আবু সাইদ শিথিল, ছাত্রদল নেতা মিলন, পৌর ছাত্রদল আহবায়ক লুৎফর কর্ণেল, সরকারী কলেজ আহবায়ক আকাশ, মজিদা কলেজ আহবায়ক নাঈম ইসলাম, সহ জেলা ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে জেলা স্বেচ্ছাসেবকদল। রবিবার বিকেলে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিঃ যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, এ সময় বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহবায়ক খলিলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আরমান হোসেন, যুগ্ম আহবায়ক কিরন হুদা, নাঈম ইসলাম, পৌর আহবায়ক মমিনুল ইসলাম প্রমুখ।