পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদ ইবি ছাত্রদলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৬ পিএম, ২০ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৪:৫৩ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
পুলিশের গুলিতে ব্রাহ্মণবাড়ীয়ায় ছাত্রদল নেতা নয়ন মিয়া নিহতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
আজ রবিবার দুপুরে ক্যাম্পাস সংলগ্ন শেখ পাড়া বাজার থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক হয়ে একই স্থানে এসে শেষ হয়। এসময় তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবীব, রোকনউদ্দীন, সোলায়মান চৌধুরী, উল্লাস মাহমুদ, আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ, নুরউদ্দীন, তরিকুল ইসলাম সৌরভ, মিঠুন হোসেন, রোকন, রনি, মামুন, সাক্ষর, জনি, তৌহিদ, সৌরভ সহ অন্যান্য নেতৃবৃন্দ।