নয়ন হত্যার প্রতিবাদে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৩ পিএম, ২০ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৪:৪৪ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছাত্রদল।
আজ রবিবার দুপুরে নগরীর বাউন্ডারি রোড এলাকা থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করে ছাত্রদলের নেতাকর্মীরা।
এই মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন এবং সাধারন সম্পাদক তানভীর আহমেদ রবিন।
এতে মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী অংশ গ্রহন করেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত নেতৃবৃন্দ বলেন, বিএনপির আন্দোলনের তোপে দিশেহারা হয়ে পড়েছে সরকার। এখন তারা ক্ষমতা ধরে রাখতে নেতাকর্মীদের দমন-নিপিড় চালিয়ে হত্যাযঞ্জে মেতে উঠেছে। কিন্তু ছাত্রদল নেতাকর্মীরা মৃত্যু ভয় উপেক্ষা করে শাবণ-জুয়েলের নেতৃত্বে আন্দোলনের মাঠে থাকতে অঙ্গিকারবদ্ধ।