খাগড়াছড়িতে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২০ পিএম, ২০ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৪:২১ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ইশতেয়াক আহম্মেদ, খাগড়াছড়ি প্রতিনিধি; ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. নয়ন মিয়া নিহতের প্রতিবাদে আজ রবিবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা ছাত্রদল। কলাবাগান মিল্লাত চত্বর হতে বিক্ষোভ মিছিল বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সম্মুখে সমাবেশ করে।
বিকেষাভ সমাবেশে বক্তারা, ছাত্রদলের সহ-সভাপতি মো. নয়ন মিয়া নিহতের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযোগ করেন, আওয়ামী লীগের আজ্ঞাবহ দলবাজ পুলিশ সদস্যরা নয়ন মিয়াকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্ত পুলিশ সদস্যদের যথাযথ বিচার করতে হবে বলে দাবী করেন।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহিদ আলম, যুগ্ম-সম্পাদক আবুল কাশেম রাসেল, সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা সহ সদর উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ মাহাবুব আলম সবুজ। সদর উপজেলা বিএনপির সভাপতি অশোক মজুমদার, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান, জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়–য়া, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এম এ হাসেম ভূইয়া।