জুলুম নির্যাতন করে বিএনপিকে ধ্বংস করা যাবে না : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৪ পিএম, ২০ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৯:২০ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, বর্তমান সরকার জুলুম নির্যাতন করে বিএনপিকে ধ্বংস করে দিতে চায়। বিএনপি অনেক বড় দল, যতই জুলুম নির্যাতন করা হোক না কেন বিএনপিকে ধ্বংস করা যাবে না বরং বিএনপি আরো শক্তিশালী হয়ে উঠবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে আজ রবিবার শহরের স্টেশন রোডে ফুলবাড়ীয়া ঈদগাহ মাঠে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জেলা বিএনপির সহসভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, জেলা বিএনপি নেতা আনিসুর রহমান বিপ্লব, শফিউর রহমান শফি, আহসানুজ্জামান রুমেল, রিজভী আল জামালী রনজু, সাজ্জাদ হোসেন পল্টন, সজিব খান, গোলাম রব্বানী, গাউসুল আজম শাহীন,শহর বিএনপি নেতা শাহ মাসুদ, জেলা মহিলা দল নেত্রী শেলিনা বেগম, জেলা মৎস্যজীবী দল নেতা আব্দুল হালিম প্রমুখ।
ওয়ারেছ আলী মামুন আরো বলেন, সরকার তারেক রহমানকে ভয় পায় বলে তার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একই সাথে তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
বিএনপির নেতাকর্মীদের মামলা দিয়ে ও হামলা করে সরকার পতনের আন্দোলনকে দমানো যাবে না। এই সরকার যেকোন সময় ক্ষমতাচ্যুত হতে পারে ভেবে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। আগামী দিনে সরকার পতনের আন্দোলনে বিএনপিকে আরও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান। আলোচনা শেষে সাত শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও হাস মুরগী বিতরন করেন।