হাটহাজারী পৌর বিএনপির উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৬ পিএম, ২০ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৯:০৮ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
হাটহাজারী পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ জাকের হোসেন বলেছেন, প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে জোর করে রাষ্ট্র ক্ষমতা দখলকারী বর্তমান সরকার দেশব্যাপী বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করে ভয়াবহ দুঃশাসনের এক জঘন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিভিন্ন বাহিনীকে অন্যায়ভাবে নিজেদের হীন স্বার্থে অপব্যবহার করে সরকার তাদেরকে জনগণের মুখোমুখী দাঁড় করাচ্ছে। মানুষের কল্যাণে কাজ না করে ক্ষমতার দাম্ভিকতায় ত্রাস সৃষ্টির মাধ্যমে দেশকে গভীর সঙ্কটে ফেলে দিয়েছে। সারাদেশে বিরোধীদলের উপর নির্যাতন চালিয়ে দেশকে ত্রাসের রাজ্যে পরিণত করেছে।
তিনি বলেন, ভোট চোরেরা হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের নামে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা। যার ফলে বিদ্যুৎ উৎপাদন ও বিপণন ব্যবস্থা চরমভাবে বিপর্যস্ত। ফলশ্রুতিতে সারাদেশে বিদ্যুৎ আসে আর যায়। হয়তো রাতে আর বিদ্যুতের দেখা নাও যেতে পারে। আগামীতে মোমবাতি বা হারিকেনের আলোতে উন্নয়নের আশার গল্প শুনতে হবে।
আজ রবিবার বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে হাটহাজারী পৌরসভা বিএনপির পক্ষ থেকে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব ওহিদুল আলম, সিঃযুগ্মআহ্বায়ক এম.এ শুক্কুর মেম্বার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জনি, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল মন্নান দৌলত, থানা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার, রেজাউল করিম, হাবিব, ইরিয়াস মেহেদী, হেলাল উদ্দীন, আবু হানিফ, আবদুল করিম, এরশাদ মির্জা, রিজুয়ান, রেজাউল করিম রকি, শাহেদ খান, রুবেল, সাইফুল ইসলাম, মোহাম্মদ, বাবু, আলমগীর প্রমুখ।