বরগুনায় দুস্থদের মাঝে খাদ্য ও পথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে স্বেচ্ছাসেবকদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫২ পিএম, ২০ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৭:১৩ পিএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মবর্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় বরগুনায় কুরআন খতম, দোয়া মাহফিল, এতিম ও দুস্থ্যদের মাঝে খাদ্য বিতরণ ও পথ-শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বরগুনা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের নেতা কর্মীরা।
আজ রবিবার দুপুর ১ টায় জেলা বিএনপি কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা, দোয়া মাহফিল ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এজেডএম সালেহ্ ফারুক, যুগ্ম আহবায়ক তালিমুল ইসলাম পলাশ, সদস্য সচিব তারিকুজ্জামান টিটু, জেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল পিন্টু প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা জেলার ৬ টি উপজেলা থেকে আগত স্বচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা স্বচ্ছাসেবকদলের সদস্য সচিব নাসির উদ্দিন।