তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পাবনায় শিশুদের মাঝে খাতা, পেন্সিল ও চকলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৯ পিএম, ২০ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৪:১১ পিএম, ২৯ ডিসেম্বর,রবিবার,২০২৪
পাবনা জেলা যুবদল আহবায়ক হিমেল রানার আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্মদিন উপলক্ষে আজ রবিবার শিশুদের মাঝে খাতা, পেন্সিল ও চকলেট বিতরন করা হয়।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করেন।
পাবনা জেলা যুবদল আহবায়ক হিমেল রানা তারেক রহমানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা বর্তমান প্রজন্ম তথা তরুণ এবং শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তারা এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে।
প্রধান অতিথির বক্তব্য কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু বলেন, বাংলাদেশের গণতন্ত্র, জনগণের ভোটারাধিকার এবং বাংলাদেশের উন্নয়নের জন্য আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে যেকোন আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পাবনা জেলা শাখা সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, কমল শেখ টিটু, পাবনা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মোবারক হোসেন বাবু, সহ সভাপতি ওয়ারেস হোসেন মিরন, সদর উপজেলা যুবদলের আহবায়ক ফারুক হোসেন সুজন, সদস্য সচিব মিরাজুল ইসলাম মিরাজ, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক আবু রায়হান নয়ন, পাবনা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শিমুল সহ আরো অনেকে।
বাংলাদেশ ঈদগা মাঠে বিকাল চারটায় তারেক রহমানের জন্মদিনে ছবি সহ খাতা হাতে পেয়ে শিশুরা শুভ, শুভ, শুভ দিন, তারেক ভাইয়ার জন্মদিন শ্লোগান দিয়ে তাকে শুভেচ্ছা জানায়।