তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুণ:প্রতিষ্ঠিত হবে : প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৪ পিএম, ২০ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৭:৫৮ পিএম, ২৯ ডিসেম্বর,রবিবার,২০২৪
তারেক রহমানকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমান জাতীয়তাবাদীর হিরন্ময় হাতিয়ার। বাংলাদেশের স্বাধীনতা, শক্তিশালী জাতিরাষ্ট্র, গণতন্ত্র ,মানবিক সমাজ ও জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য তারেক রহমানের নেতৃত্ব বাংলাদেশের জন্য অপরিহার্য। তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। স্বাধীনতার ঘোষক, সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সন্তানকে কোনও ষড়যন্ত্র, চক্রান্ত করে রাজনীতি ও জনগণ থেকে বিচ্ছিন্ন রাখা যাবে না। তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুণ:প্রতিষ্ঠিত হবে।
এমরান সালেহ প্রিন্স আজ ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে হালুয়াঘাট ঊপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত দোয়া ও অসহায় নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে জনগণের স্বাধীন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন বা জনগণের ইচ্ছায় সংসদ ও সরকার গঠন অসম্ভ। অবাধ, নিরপেক্ষ, গ্রহনযোগ্য, অংশগ্রহনমূলক নির্বাচনের স্বার্থে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও সংসদ বাতিল পূর্বক তত্বাধায়ক সরকারের অধীনে নির্বাচন আজ সময়ের দাবী।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি জনগণের রায় নিয়ে ক্ষমতায় যেতে চায়, কিন্তু আওয়ামী লীগের অধীনে জনগণ স্বাধীন রায় দিতে পারে না,এটা আজ জাতীয় ও আন্তর্জাতিক ভাবে স্বীকৃত । তিনি বলেন, শেখ হাসিনাও বিরোধী দলে থাকতে চিরদিনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছিলেন,এখন বিরোধিতা করছেন। তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে নয়, তত্ত্বাবধায়ক ছড়া নির্বাচন হবে না।
তিনি বলেন, গরীব,দুঃখী,অসহায় মানুষের প্রতি সরকারের কোনও নজর নাই। তীব্র অর্থনৈতিক সঙ্কটের মধ্যেও তেল,চিনি,আটা,ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পুনরায় মূল্যবৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা। অথচ পরিকল্পনা মন্ত্রী বলছেন, কোনও কিছুই না কি গরীব মানুষের নাগালের বাইরে নয়। জনগণকে কচুরিপানা খাওয়ার আহ্বানকারী মন্ত্রীরা বাস্তবতা ও নিজেদের আড়াল করতে মিথ্যাচার করছে। সরকারের মিথ্যা আত্ম অহমিকা এবং দুর্ণীতি, লুটপাট, ভ্রান্তনীতি ও অপরিনামদর্শী সিদ্ধান্তের কারণে দেশের এই বেহাল অবস্থা। জনভোগান্তি ,দুর্ণীতি,লুটপাট, নিত্যপন্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ,বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন তত্বাবায়ক সকরকারের দাবীতে চলমান আন্দোলনে গণজোয়ার দমন করতে সরকার হত্যা, নির্যাতন, গায়েবী মামলা, গ্রেফতার করছে।
তিনি ব্রাহ্মনবারীয়া জেলাট বান্ছারামপুরে লিফলেট বিতরণকালে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন মিয়া নিহত ও শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলায় তাঁতীদলের কর্মীসভা শেষে বাড়ী ফেরার সময় ১৫ নেতাকর্মী গ্রেফতার ও পরবর্তীতে গায়েবী মামলা দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তারা হয়তো ক্ষমতার মোহে ভুলে গেছে গুলি করে লাশ ফেলে বা মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার, হয়রানী করে জনতার আন্দোলন দমন করা যায় না। অতীতে কেউ পারে নাই,আওয়ামী সরকারও টিকে থাকতে পারবে না।
হালুয়াঘাট পৌর শহরের উত্তর খয়রাকুড়ি অগ্রযাত্রা কনভেনশন সেন্টার সংলগ্ন মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলের উত্তরাঞ্চলের ৫ ইউনিয়ন ও পৌরসভার ৬ শতাধিক অসহায় প্রতিবন্ধী ,নারী,পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম ,জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী ,হানিফ মো: শাকের উল্লাহ,আবু হাসনাত বদরুল কবির, আরফান আলী ,আবদুল হামিদ,আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব , হালুয়াঘাট উপজেলা বিএনপি নেতা আবদুল হাই, আব্দুল মান্নান মল্লিক, খোকন তালুকদার,রফিকুল ইসলাম, ইসকাক আলী মাস্টার, আবদুল জলিল, আবদুস সাত্তার, ক্বারী আবুল কাশেম, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রুহুল আমিন খান, শ্রমিক দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুল গণি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফিন পাপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব, তাজবীর হোসেন অন্তর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলিমুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, সদস্য সচিব আসাদুজ্জামান সুজন, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।