তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১২ পিএম, ২০ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৪:০৮ পিএম, ২৯ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৫৮ তম জন্মদিন উপলক্ষে দিনব্যাপী কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ রবিবার (২০ নভেম্বর) উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি, সহ সভাপতি জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক বদরুল আলম সুমন, আব্দুল মালেক, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হামিদ, সাভার পৌর সদস্য সচিব আব্দুল্লাহ ইউসুফ, ধামরাই পৌর সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম নান্নু, শওকত হোসেন, সৈয়দ আরিফ।
আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আসলাম, তানিম ইকবাল, আলাউদ্দিন, রাশেদ, লোকমান হোসেন প্রমুখ।