তারেক রহমানের জন্মদিনে রাজশাহী মহানগর যুবদলের আলোচনা সভা ও দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৪ পিএম, ২০ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৬:৫১ এএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান এর ৫৮তম জন্মদিন উপলক্ষে আজ সকাল ১১ টায় রাজশাহী মহানগর দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগর যুবদলের উদ্যেগে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মেয়র,এমপি মোঃ মিজানুর রহমান মিনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি'র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, রাজশাহী মহানগর বিএনপি'র আহ্বায়ক এ্যাডঃ এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপি'র সদস্য সচিব আলহাজ্ব মামুনুর রশিদ মামুন, রাজশাহী মহানগর বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ নজরুল হুদা, যুগ্ম-আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম শাফিক, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি, আলোচনা সভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি, উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ রহুল আমির বাবলু, কামরুজ্জামান মিলন,সালাউদ্দিন বিপ্লব, সোহেল রানা, মাইনুল ইসলাম মিন্টু, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্ব) শফিক মাহমুদ তন্ময়, মতিহার থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বসির উদ্দিন সনি, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিজদাকুল খাঁন মিলন, মোমিনুল মৃধা মোমিন,নূর নবী মুক্তা,আশরাফুজ্জামান সজিব,মুজিবুল হক মিলন,জুয়েল রানা,জানে আলম রাসেল, আলতাফ হোসেন,নীরব খান তারেক,রবিন হোসেন, বাপ্পী, সবুজ, হাসেম শেখ, গোলাম নবী জেমি, মনিরুল ইসলাম জনি, নাহিদ হোসেন, রাব্বী, আলাল, সনি, ওয়াসিম জাভেদ টিংকু সহ রাজশাহী মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মোজাম্মেল হোসেন।