পিরোজপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পন্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৪ এএম, ২০ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৪:৫০ পিএম, ২৯ ডিসেম্বর,রবিবার,২০২৪
কুমিল্লার বিভাগীয় গণসমাবেশ সফল করতে লিফলেট বিতরণ কালে পুলিশের গুলিতে ব্রাহ্মণবাড়িয়ার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়াকে হত্যার প্রতিবাদে পিরোজপুর জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পন্ড হয়েছে।
আজ রোববার (২০ নভেম্বর) দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে এ উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে পুলিশি বাধার মুখে বিএনপি কার্যালয়ের সামনে তারা এক পথসভায় মিলিত হয়।
পথসভায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমডি বদিউজ্জামান শেখ রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ হাসানুল কবির লীন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খাইরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমারসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
পথসভার বক্তব্যে বক্তারা বলেন, এভাবে ছাত্রদলকে বেশিদিন ঘরে আটকে রাখা যাবে না। ছাত্রদলকে রাজপথে পুলিশ নামতে দিচ্ছে না। এরপরে ছাত্রদলের কোন কর্মসূচি বাধা দিয়ে আটকে রাখা যাবে না। এর আগেও ভোলাসহ বিভিন্ন জায়গায় সহযোদ্ধা নয়ন মিয়াসহ কয়েকজনকে পুলিশ গুলি করে হত্যা করেছে। আর কত রক্ত দিলে এই বাংলাদেশকে মুক্ত করা সম্ভব হবে আমাদেও জানা নাই।