নেত্রকোনা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৪ এএম, ২০ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৫:২৪ এএম, ২৯ ডিসেম্বর,রবিবার,২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়াকে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২০ নভেম্বর) বেলা ১ ঘটিকায় নেত্রকোনা ডিসি অফিস সংলগ্ন থেকে উক্ত মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুরপার পুলিশ লাইনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলের সমাপ্তি হয়।
এ সময় বক্তব্য দান করেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু, সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, সহ-সভাপতি শামসুল হুদা শামীম, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান সহ প্রমুখ।