বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে ছাত্রদল নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৫ পিএম, ১৯ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৪:৫৭ এএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের ছাত্রদলের সহ-সভাপতি মোঃ নয়ন মিয়া, কুমিল্লায় বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে আজ শনিবার বাঞ্ছারামপুর উপজেলায় লিফলেট বিতরণ করতে গিয়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ শনিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার পৌর শহেরর মোল্লাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।