গণসমাবেশ সফল হওয়ায় সরকারের গা-জ্বালা করছে : মিলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৫ পিএম, ১৯ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৪৩ এএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে হুজুরিপাড়া ইউনিউন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার সময় দারুশা বাজারে এ সভা হয়।
হুজুরিপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে, বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুর্নবাসন বিষয়ক সহ সম্পাদক রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
মিলন বলেন, দেশকে কল্যাণকামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকার কাপুরুষের মতো দলীয় নেতৃবৃন্দ এর নামে মিথ্যা ও গায়েবি মামলা দিচ্ছে। কিন্তু জনগণ আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠছে। বিএনপিকে আর রুখতে পারবে না। এবার এ জালিম সরকারের পতন হবে।রাজনীতিতে এখন নষ্ট সময় চলছে। এমন পরিস্থিতিতে বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে কাজ করছে।বিএনপিকে জাতির অস্তিত্ব রক্ষা করতে হবে। নতুন করে দেশের অস্তিত্বকে গড়ে তুলতে হবে। যে যত কথা বলুক, এবার বিজয় অর্জন করতে হবে। এর কোনো বিকল্প নেই।
বিএনপির গণসমাবেশ সফল হওয়ায় সরকারের গা-জ্বালা করছে। কিন্তু সব বাধা-বিপত্তি অতিক্রম করে সমাবেশ স্থলের দিকে জনগণের এগিয়ে আসাকে সরকার কোনোভাবেই মানতে পারছে না। অবৈধভাবে ক্ষমতায় থেকে উন্নয়নের ফানুস উড়িয়ে মানুষকে এক ঘোর অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়ে এখন আওয়ামীলীগ নিজেকে টিকিয়ে রাখার কোনো উপায় না পেয়ে বিএনপিকে দমনে নির্বিচারে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক মেয়র মকবুল হোসেন,রাজশাহী জেলা যুবদলের সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল,রাজশাহী জেলা বিএনপি সদস্য আব্দুর রাজ্জাক,পবা উপজেলা বিএনপির আহবায়ক সেলিম রেজা বাচ্চু,রাজশাহী জেলা মৎসজীবি দলের সদস্য সচিব আলহাজ্ব বকুল আহম্মেদ
আরো উপস্থিত বিএনপি নেতা সেলিম,রাজশাহী জেলা যুবদলের যুগ্ন আহবায়ক কে এইচ রানা শেখ, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক তাইজুল ইসলাম,মাজদার রহমান, তারেক রহমান মধু সহ ছাত্রদল যুবদল সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন