শাজাহানপুরে পুলিশের মামলায় বিএনপির ৪৯জন নেতাকর্মী আসামি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪০ এএম, ১৯ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৫৩ পিএম, ২৯ ডিসেম্বর,রবিবার,২০২৪
বগুড়ার শাজাহানপুরে পুলিশের সাজানো মামলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৪৯জন নেতাকর্মী আসামি হয়েছে।
গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) রাতে পুলিশ বাদী হয়ে শাজাহানপুর থানায় এ মামলা দায়ের করেছে।
মামলায় নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যদের ওপর মারপিটের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি ৩টি ককটেল উদ্ধার দেখানো হয়েছে।
মামলায় প্রধান আসামি করা হয়েছে, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটনকে। মামলার অন্যতম আসামিরা হলেন, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সহ-সভাপতি বজলুর রহমান নিলু, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানি, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রেজাউল করিম রেজা।
আজ শনিবার দুপুরে এরই মধ্যে ৪ নেতা-কর্মীকে পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রেজাউল করিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা আইয়ুব হোসেন ও হুমায়ুন কবির।
উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা জানান, পুলিশ নাটক সাজিয়ে রাজনৈতিক ভাবে দমানোর জন্য ষড়যন্ত্রমূলক ভাবে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৪৯জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে। মামলা-হামলায় বিএনপির নেতাকর্মীরা ভয় পায় না। আগামী দিনে দেশনায়ক তারেক রহমান অবৈধ হাসিনা সরকার পতন আন্দোলনের ডাক দেবেন। সেই ডাকে শাজাহানপুরের নেতাকর্মীরা রাজপথে নেমে দুর্বার আন্দোলন গড়ে তুলে অত্যাচারী হাসিনা সরকারকে বিতাড়িত করে ঘরে ফিরবে।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে শাজাহানপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে ৩দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার বিকেলে উপজেলার ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। বিকাল ৪ টায় ফুটবল ম্যাচ শুরুর পূর্ব মুহুর্তে থানার বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত হয়ে অতর্কিতভাবে নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করে প্রোগ্রাম পন্ড করে দেয়। এ সময় উপজেলা ছাত্রদল সভাপতি ছোটন, স্বেচ্ছাসেবকদল নেতা আইয়ুব ও হুমায়নকে গ্রেফতার করা হয়। সন্ধার দিকে ডোমনপুকুর বাজার এলাকা থেকে উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রেজাউল করিম রেজাকে গ্রেফতার করা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠানের নামে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা নিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গেলে নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে পুলিশের এক উপ-পরিদর্শকসহ ৪ পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে ৪টি তাজা ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪৯ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। ইতমধ্যেই ৪ নেতাকর্মীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।