বাংলাদেশের ৯০ ভাগ লোক খালেদা জিয়ার পতাকার তলে এসেছে : গফুর ভূঁইয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০০ এএম, ১৯ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৪:০৬ পিএম, ২৯ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া বলেছেন, ‘আজ বাংলাদেশের ৯০ ভাগ লোক খালেদা জিয়ার পতাকার তলে এসেছে। এই ৯০ ভাগ লোকের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ।’
আজ শনিবার (১৯ নভেম্বর) নাঙ্গলকোট উপজেলার কেশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
আবদুল গফুর ভূঁইয়া বলেন, ‘কোনো স্বৈরাচার সরকার সহজে ক্ষমতা ছাড়েনি। বিজয় আমাদের সুনিশ্চিত। সেই বিজয়কে ঘরে তুলতে ত্যাগ শিকার করতে হবে। আমদের মাঠে থাকতে হবে। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া কারাগারে, তারেক রহমান নির্বাসনে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এদেশ স্বাধীন করেন। বর্তমান সরকার কালো আইন দিয়ে মানুষের প্রতিবাদের ভাষা বন্ধ করে দিয়েছে। এরা গত ১৪ বছর লুটপাট, দুর্নীতি, দুঃশাসন করেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ খালি, আজকে ব্যাংকে টাকা নেই। সকল সম্পদ তারা এদেশ থেকে কানাডায় বেগম পাড়া করেছে, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে অর্থ পাচার করেছে।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক মক্রবপুর ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুফু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহাম্মদ, সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর মিন্টু, জোড্ডা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়াল ফিরোজ, কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. নাইমুল ইসলাম বাবলু, মৌকরা ইউপি যুবদলের সাবেক সভাপতি আব্দুর রহিম, ইউপি সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহা আলম, সদস্য সচিব আলমগীর প্রমুখ।