গণসমাবেশ সফল করতে হরিয়ান ইউনিয়ন বিএনপি’র প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫১ এএম, ১৯ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৯:৩২ এএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ সফল করার করতে শুক্রবার বাদ আসর পবা হরিয়ান ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংঠনের এই সভা অনুষ্ঠিত হয়।
হরিয়ান ইউনিয়ন বিএনপি’র আহ্বায়কের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি’র আহ্বায়ক নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, শাহজাহান আলী, পবা থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সাবেক আহ্বায়ক সুলতান আহম্দে, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও পবা উপজেলা যুবদলের সদস্য সচিব তাইজুল ইসলাম, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল, পবা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কআসাদুজ্জামান বাবু।
অনুষ্ঠান সঞ্চালনা পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান।