সিলেটে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৬ এএম, ১৯ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৩৬ পিএম, ২৯ ডিসেম্বর,রবিবার,২০২৪
সিলেটে বিএনপির সমাবেশস্থল ও আশপাশের এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। মোবাইল ফোনের কোনো নেটওয়ার্কে কাজ করছে না। এতে করে বিপাকে পড়েছে সমাবেশ কাভার করতে আসা সাংবাদিকরা।
সিলেটের আলীয়া মাদরাসা ময়দানে সকাল ১১ টা থেকে শুরু হয় বিএনপি’র বিভাগীয় সমাবেশ। ইতিমধ্যে সমাবেশস্থলে এসে নেতাকর্মীরা। মাঠ সহ আশপাশ এলাকা নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
কিন্তু বেলা সাড়ে ১১টার পর সমাবেশ ও আশপাশ এলাকায় ইন্টারনেট সংযোগ পাওয়া যায়নি। এদিকে- সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে সমস্যায় পড়েছেন সাংবাদিকরা। তারা জানিয়েছেন- কোনো মোবাইল সেবাই ইন্টানেট সংযোগ পাচ্ছে না।
এর আগে গতকাল শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেটের আলীয়া মাঠ সহ আশপাশ এলাকায় ইন্টারনেট সংযোগ পাওয়া যায়নি।