দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে : কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৪ পিএম, ১৮ নভেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:১৫ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে নতুন করে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। শেখ হাসিনার উন্নয়নের যারা শত্রু তারা অন্ধকারে কাঁচপুর ব্রিজের সামনে উদ্বোধনী ফলকটি ভেঙে ফেলেছে।
আজ শুক্রবার আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভায় ধানমন্ডিতে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন তিনি। বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, এরা যে আন্দোলনের নামে কী করবে বোঝাই যায়। এখন তারা উদ্বোধনী ফলক ভাঙছে। এত বিদ্বেষ! এ ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। বিএনপির মুখে রক্ষণাত্মক হলেও অন্তরে আক্রমণাত্মক শোডাউন। ১০ ডিসেম্বরকে সামনে রেখে বিএনপি এখন ডিফেন্সিভ কেন? এমন প্রশ্ন রেখে বিএনপি নেতাদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, মনে হচ্ছে যেন তারা ক্ষমতায় এসে গেছে, হাওয়া ভবন ফিরে পেলো, ঢাকার রাজপথে বিজয় মিছিল করবে- সরকারের পতন ঘটাবে, এমন অনেক কথা এর আগেও তোতাপাখির মতো বুলি আউড়িয়ে গেছে। জিয়াউর রহমানই প্রতিহিংসার রাজনীতি সূচনা করেছে উল্লেখ করে তিনি বলেন, সারাদেশে শেখ হাসিনার উন্নয়ন-অর্জনে বিএনপির অন্তরজ্বালা বাড়ছে। তারা দিনের বেলায় রাতের অন্ধকার দেখে, তাই সরকারের কোনো উন্নয়ন দেখতে পায় না। বাংলাদেশ কখনো অনিশ্চয়তার দিকে যাবে না, বিএনপি যেভাবে অনিশ্চয়তার দিকে চলছে তাতে বিএনপিই অনিশ্চয়তার দিকে যাচ্ছে।
বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক শিরীন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও বঙ্গবন্ধু সৈনিক লীগের নবনির্বাচিত সভাপতি হরুনুর রশীদ।