সাতকানিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর্থিক অনুদান প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৫ পিএম, ১৮ নভেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:১৫ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
সাতকানিয়া সদর ইউনিয়নের গারাংগিয়া শাহ মজিদিয়া মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসেন এর সার্বিক সহযোগিতায় শাহ মজিদিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক আব্দুর ছোবাহানের হাতে আর্থিক অনুদান তুলে দেন। সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী ছামাদ বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নির্দেশে আমরা প্রতিনিয়ত জনগণের সাথে আছি, জনগণের সার্বিক বিপদে আপদে, দুঃখ কষ্টে আমাদের দলের মানবিক অবস্থান রয়েছে, আগামীতেও থাকবে, ইনশাআল্লাহ্।
এই সময় উপস্থিত ছিলেন, সাতকানিয়া সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজিজুল হক রাসেল, মোহাম্মদ জুবায়ের, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর, যুবদল নেতা মোহাম্মদ তাইফু, মোহাম্মদ বেলাল হোসেন, ছাত্রদল নেতা আবু জাহেদ, মাহিম সহ সদর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।