সিরাজগঞ্জে বিএনপির সভাপতি রুমানা উপর হামলা আহত ১৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০২ পিএম, ১৮ নভেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:১৫ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন সংলগ্ন বাজারে আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার সময় কামারখন্দ উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি কেন্দ্রীয় নেত্রী সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা জনগণের মধ্যে লিফলেট বিতরণ করার সময় স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমনা মাহমুদ সহ বিএনপি অনন্ত ১৫ নেতা-কর্মী আহত হয়েছে।
হামলায় বেগম রুমানা মাহমুদের গাড়ী সহ তার বহরে থাকা আরও ২টি গাড়ি ও ১০টি মটর সাইকেল ভাংচুর করা হয়। হামলার শিকার হয়ে বিএনপির নেতা-কর্মীরা পান্টা প্রতিরোধ করার চেষ্ঠা করলে আওয়ামী লীগ-বিএনপি মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে জামতৈল রেল স্টেশন বাজার, কামারখন্দ উপজেলা অফিসের সামনের সড়ক ও কামারখন্দ থানা সড়ক পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ পরিস্থতি নিয়ন্ত্রনে আনতে ধাওয়া করে রাবার বুলেট ছুড়লে বিএনপির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এ বিষয়ে কামারখন্দ থানার ওসি নুরনবী প্রধান জানান, বিএনপি নেতাদের বহনকারী মাইক্রোবাস ভাঙচুরের ঘটনার পর উভয় দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনও কেউ আটক হয়নি।