সরকারের দুর্নীতিতে ডলার সংকটের কারণে আমদানি বন্ধ হওয়ার উপক্রম : বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৯ পিএম, ১৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:০৫ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
সরকারের দুর্নীতির ফলে সৃষ্ট ডলার সংকটের কারণে আমদানি প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলে মনে করে বিএনপি। সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় বক্তারা এসব কথা বলেন। সভা মনে করে, অবিলম্বে খাদ্য সংকট আরও তীব্র আকার ধারণ করবে। এই সংকটের সকল দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ^র চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।
সভায় নিম্নেবর্ণিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয় :
১। সভায় বিগত ৮ নভেম্বর তারিখে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পঠিত ও অনুমোদিত হয়।
২। সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সারা দেশে ৩৪ লক্ষ নেতা-কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, পানি ও চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রবাদির মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং শান্তিপূর্ণ চলমান গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের গুলিতে ৫ জন নিহত হওয়া এবং পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিএনপির আহূত বিভাগীয় গণ-সমাবেশের ধারাবাহিক কর্মসূচিতে ফরিদপুর বিভাগের গণ-সমাবেশ সর্বাত্মক সফল করার জন্য জনগণ, ফরিদপুর বিভাগের বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। সভা মনে করে, বর্তমান অনির্বাচিত, অবৈধ সরকারের, দুঃশাসন, দুর্নীতি এবং রাষ্ট্র পরিচালনার ব্যর্থতার কারণেই গতকাল সারা দেশের মানুষ তাদের ভোটাধিকারের দাবিতে, কর্মসংস্থান, ন্যয় বিচারের দাবিতে ফুঁসে উঠছে। জনগণকে ঐক্যবদ্ধ করে সরকারের পদত্যাগে সংসদ বিলুপ্ত, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও নতুন নির্বাচন কমিশন গঠন ও সকল দলের অংশ গ্রহণে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য হবে জনগণের দাবি মেনে নিতে।
৩। সভায় উদ্ভূত খাদ্য সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। অন্যদিকে প্রধানমন্ত্রী কর্তৃক দুর্ভিক্ষের আশংকা প্রকাশ করার পর জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি হওয়ায় খাদ্যের মূল্য ও সরবরাহে বিঘœ সৃষ্টি হয়েছে। অন্যদিকে সরকারের দুর্নীতির ফলে সৃষ্ট ডলার সংকটের কারণে আমদানি প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সভা মনে করে, অবিলম্বে খাদ্য সংকট আরও তীব্র আকার ধারণ করবে। এই সংকটের সকল দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
৪। সভায় বিএনপির আয়োজিত বিভাগীয় সমাবেশ বিশেষ করে ঢাকায় গণ-সমাবেশকে কেন্দ্র করে অনির্বাচিত সরকারের অবৈধ মন্ত্রী ও নেতৃবৃন্দ দায়িত্বহীন উষ্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে গণ-সমাবেশকে নস্যাৎ করার হীন চক্রান্ত করার অপচেষ্টার বিষয়ে আলোচনা হয়। সভায় দৃঢ়তার সঙ্গে বলা হয় ঢাকায় গণ-সমাবেশ চলমান গণতান্ত্রিক আন্দোলনের একটি বিভাগীয় সমাবেশ। এই সমাবেশকে কেন্দ্র করে অনির্বাচিত সরকারের সকল হীন চক্রান্তকে ব্যর্থ করে সকল স্তরের জনগণ তাদের ন্যয্য দাবিতে সমবেত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে সোচ্চার হবে। একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিকে বানচাল করার চেষ্টা করা হলে জনগণ কখনই তা মেনে নেবে না। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে জনগণ গণ-সমাবেশকে সফল করবে।