সিলেট সমাবেশ স্থল পরিদর্শনে বিএনপির কেন্দ্রীয় নেত্রীবৃন্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৮ পিএম, ১৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:২১ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
আগামী ১৯ নভেম্বর সিলেট গণ-সমাবেশ। এ সমাবেশ উপলক্ষ্যে আলীয়া মাদ্রাসা মাঠে বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সমাবেশ স্থল পরিদর্শন ও মঞ্চ তৈরির কাজ দেখতে যান।
আজ বৃহস্পতিবার দুপুরে তারা সভা স্থলে পৌঁছান।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য খন্দকার মোক্তাদির, বিএনপি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি সহ- স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাখাওয়াত হোসেন জীবন সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন মিলন, জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপি আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী, সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীসহ ও স্থানীয় নেতৃবৃন্দ।