গণসমাবেশ সফল করতে প্রস্তুতিমূলক সভায়
এই সরকারের পাশে আর কেউ নাই : মিনু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৯ পিএম, ১৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:৪৬ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ। এই সমাবেশ সফল করার লক্ষে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
বক্তব্যে তিনি বলেন, এই সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। এখন এই বাকশালী সরকারের পাশে আর কেউ নাই। প্রকৃত আওয়ামী লীগ যারা তারা ঘৃণায় সরে গেছে। আর হাইব্রিড আওয়ামী লীগরা স্বার্থ পুরণ ও দলের বর্তমান অবস্থা দেখে আস্তে আস্তে সটকে পরতে শুরু করেছে। সেই সাথে আইনশৃংলা বাহিনীর সদস্যরাও আলাদা হতে শুরু করেছে। কারণ দেশের সকল মানুষ বুঝতে পেরেছে এখন বিএনপির গণজোয়ার বইতে শুরু করেছে।
তিনি আরো বলেন, এই সরকার বিগত দিনের সমাবেশে সব ধরণের প্রতিবন্ধকতা করেও বিএনপির গণসমাবেশ বানচাল করতে পারেনি। বিএনপি তথা বেগম জিয়াকে এবং দলকে ভালবেশে নদী সাঁতরিয়ে, সাইকেল চালিয়ে, পায়ে হেঁটে সঙ্গে চিড়ামুরি নিয়ে সমাবেশে উপস্থিত হয়েছিলেন। এটাই প্রমান করে বিএনপির জনপ্রিয়তা কত উচ্চতায়। এ অবস্থা ধরে রেখে সরকার পতনের আন্দোলনকে আরো বেগবান করতে রাজশাহীর গণসমাবেশ অত্যন্ত গুরুত্বপুর্ন। এই গুরুত্ব অনুধাবন করে সকল নেতাকর্মীকে সমাবেশ স্থলে উপস্থিত হওয়ার আহ্বান জানান।
রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক ও প্রচার উপকমিটির আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদিন শিবলী ও বজলুল হক মন্টু, রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও প্রচার উপকমিটির যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও প্রচার উপকমিটির যুগ্ম আহ্বায়ক মীর তারেক খালেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও প্রচার উপকমিটির যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আমিন বিপুল।
আরো উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রচার উপকমিটির সদস্য আকবর আলী জ্যাকি, প্রচার উপকমিটির সদস্য মুর্তুজা ফামিন, রাবি ছাত্রদলের আহবায়ক ও প্রচার উপকমিটির সদস্য সুলতান আহম্মেদ রাহী, সদস্য সচিব ও প্রচার উপকমিটির সদস্য সানিন চৌধুরী, মহানগর ছাত্রদলের সংগঠনিক সম্পাদক ও প্রচার উপকমিটির সদস্য খন্দকার মাকসুদুর রহমান সৌরভ ও আশরাফুল ইসলামসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।