৩রা ডিসেম্বরের জন্য প্রস্তুতি নিচ্ছে রাজশাহীর মাদ্রাসা মাঠ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৪ পিএম, ১৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:৫২ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
আগামী ৩ রা ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে। এ সমাবেশ কে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনের নেতৃত্বে মাঠ পরিদর্শন করেন রাজশাহী বিএনপির নেতৃবৃন্দ। এ সময়ে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী ও মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, শাহ্ মখ্দুম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মতিহার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর কৃষক দলের সাবেক আহ্বায়ক ওয়াদুদ হাসান পিন্টু, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, যুবদল রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটো ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো।
এছাড়াও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন ও জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব গোলাম সাকলায়েন ইকোসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময়ে মিলন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক সহযোগিতা ও পরামর্শে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশের মধ্যে দিয়েই সরকার পতনের ডাক দেয়া হবে। এজন্য রাজশাহীর গণসমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ন।
তিনি আরো বলেন, সরকারের পায়ের তলার মাটি সরে গিয়েছে। দেশের অন্যান্য বিভাগীয় শহরের বিএনপির সমাবেশ দেখে সরকারের অবস্থা নরভরে। এখন শুধু একটা ধাক্কা মারা বাকি। এই ধাক্কার শুভসূচনা হবে রাজশাহীর গণসমাবেশ দিয়ে। আর ঢাকার সমাবেশ হবে সরকার পতনের মূল সমাবেশ।
এজন্য বিএনপি নেতাকর্মীসহ সকল স্তরের মানুষকে মাদ্রাসা মাঠে সময়ের পূর্বেই উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান তিনি।