ফেনীতে নেতাকর্মীদের উপর হামলা ও মামলার প্রতিবাদে যুবদলের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০২ পিএম, ১৬ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০১:৩৯ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
ফেনীতে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবদল।
আজ বুধবার শহরের ইসলামপুর রোড়স্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. বেলাল হোসেন (ভিপি বেলাল)।
জেলা যুবদলের সহ সভাপতি হাসানুজ্জামান শাহাদাতের সঞ্চালনায় এসময় যুবদল নেতারা দাবি করেন গত ৬ নভেম্বর রাতে আওয়ামী সন্ত্রাসীরা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ফরহাদ নগরের শাহাদাত হোসেনের বাড়ীতে হামলা ও ভাংচুর চালিয়েছে।
এছাড়াও পৃথকভাবে জেলার বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসীরা যুবদল নেতাদের বাড়ীঘর ও দোকান পাটে হামলা ভাংচুর ও লুটপাট চালায়।
এর মধ্যে জেলা যুবদল নেতা আদর চৌধুরী, শর্শদী ইউনিয়ন যুবদল নেতা ইমাম হোসেন ইমন, গোলাম সরওয়ার ও জহিরুল আলম সোহাগ, ফরহাদনগরের যুবদল নেতা নুর কালাম সোহেল, বালগাঁও যুবদল নেতা শেখ ফরিদ, ফাজিলপুর যুবদল নেতা সাব্বির, ফেনী শহর যুবদল নেতা নুর নবী ডালিম, মাইন উদ্দিন মায়া, দিদারুল আলমসহ,পরশুরাম উপজেলা যুবদল নেতা আবুল খােয়ের লিটন, পৌর যুবদল নেতা মিসফাকুস সামাদ রনির ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট করে সন্ত্রাসীরা, ফুলগাজী উপজেলা দল নেতা নুর হুদা শাহীন, ছাগলনাইয়া উপজেলা যুবদল নেতা শাহজাহান মজুমদার আজাদ ও দাগনভূঞা উপজেলা যুবদল নেতা দিদারুল আলম ভূঞাসহ জেলার বিভিন্ন স্থানে যুবদল নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা ভাংচুর ও লুটপাট করেছে। ইতিপূর্বে ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে মিথ্যা অস্ত্র মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছে।
এসময় যুবদল সভাপতি জসিমসহ নেতাকর্মীদের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে যুবদল নেতারা বলেন, বর্তমানে পুরো ফেনী জেলায় যুবদল নেতাকমীর্দের উপর অব্যাহত হামলা, বাড়ীঘর ভাংচুর ও ভয়ভৃতি দেভিয়ে তাসের রাজত্ব কায়েম করতে চায় আওয়ামী সন্ত্রাসীরা। এসব হামলা ঘটণায় প্রশাসনকে অবগত করেও কোনো প্রতিকার না পেয়ে আমরা সাংবাদিকদের দারস্থ হলাম।
যুবদল নেতারা দাবি করেন, আওয়ামী সন্ত্রাসীরা ফেনী ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়ে যুবদল নেতাকর্মীদের কে আওয়ামী সরকার বিরোধী আন্দোলন-সংগ্রামে
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহসভাপতি গিয়াস উদ্দিন খন্দকার, খোরশেদ আলম হারুন, শাহদাত হোসেন সেলিম, সিনিয়র সদস্য আতিকুর রহমান মামুন, যুগ্ম সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, দপ্তর সম্পাদক মোঃ আল ইমরান, ফেনী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহদাত হোসেন, যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম রাহাত, ফেনী পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, পরশুরাম উপজেলা যুবদলের সদস্য সচিব শামসুল আলম শাকিল, পরশুরাম পৌর যুবদলের আহবায়ক মোস্তফা খোকন, ফুলগাজী উপজেলা যুবদলের আহবায়ক কামাল হোসেন, ছাগলনাইয়া উপজেলা যুবদলের আহবায়ক কাজি জসিম উদ্দিন, দাগনভুঞা উপজেলা যুবদলের আহবায়ক কবির হোসেন ডিবলু, যুগ্ম আহবায়ক দিদার হোসেন ভুইয়া, পৌর আহবায়ক ইমাম হোসেন ভিপি ইমাম, সোনাগাজী উপজেলা যুবদলের আহবায়ক খুরশীদ আলম ভূঞা, সোনাগাজি পৌর যুবদলের আহবায়ক মোঃ ইকবাল হোসেন ও সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামেদীসহ প্রমূখ।