ঢাকা বিভাগীয় গণসমাবেশ নিয়ে সরকারের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে : আবদুস সালাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫২ পিএম, ১৬ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ১১:৫৯ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
উন্নয়নের নামে লুটপাট করে সরকার দেশকে দেউলিয়া করে ফেলেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের কোনো সঠিক হিসাব তারা দিতে পারছে না-বলেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, জ্বালানীসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, বিদ্যুতের অব্যবস্থাপনা এবং অব্যাহত লোডশেডিংয়ে জনগণের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠেছে।
আজ বুধবার বিকেলে নগরীর কদমতলীতে জাতীয়তাবাদী মহিলা দলের শ্যামপুর-কদমতলী থানার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন জনাব আবদুস সালাম।
আবদুস সালাম বলেন, এর প্রতিবাদে সারাদেশের মানুষ যখন ফুঁসে উঠেছে তখন ঢাকা বিভাগীয় গণসমাবেশ নিয়ে সরকারের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। ভীত সন্ত্রস্ত সরকার তাই সমাবেশ বানচালের কুট কৌশলে লিপ্ত।
আবদুস সালাম অভিযোগ করেন, সমাবেশে যেন জনসমাগম কম হয় এজন্য তারা বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ীতে বাড়ীতে তল্লাশীর নামে হয়রানী, পরিবারের লোকজনের সাথে অসদাচরণ করছে।
ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের আহবায়ক রুমা আকতার এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাহ উদ্দীন আহমেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ রবিন সহ শ্যামপুর ও কদমতলী থানা বিএনপি এবং মহিলা দলের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি আলহাজ্ব সালাহ উদ্দীন আহমেদ বলেন, ঢাকা মহানগরীর জনগণ সাহসী এবং ত্যাগী, কোন ভয়ভীতি এবং হামলা চালিয়ে তাদেরকে কেউ আটকাতে পারবে না।
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মুক্তিযুদ্ধের সময় যেমন আমাদের মা-বোনেরা মুক্তিযোদ্ধাদের পাশে সাহস যুগিয়েছে, সেভাবে আজও আমাদের রাজপথে সমান ভূমিকা রাখার সময় এসেছে।