১০ ডিসেম্বরের ভয়ে আ.লীগের কেউ কেউ সুটকেসও গোছাচ্ছেন : দুদু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১০ পিএম, ১৬ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:৩৭ এএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪
আগামী ১০ ডিসেম্বর নিয়ে আওয়ামী লীগ কম্পমান, কেউ কেউ সুটকেসও গোছাচ্ছেন। তাদের এত ভয় কীসের বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
আজ বুধবার (১৬ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব ১৪ আর ১৮ (সালের নির্বাচন) দেখা হয়েছে, কেমন খেলেছেন আপনারা। সামনে আওয়ামী লীগের বিদায় নেয়ার সময়। ১০ ডিসেম্বর নিয়ে আওয়ামী লীগ কম্পমান, কেউ কেউ সুটকেসও গোছাচ্ছেন।
দুদু বলেন, দেশের জন্য লজ্জার দেশের প্রধান কারিগর মওলানা ভাষানীকে সম্মান দেয়া হচ্ছে না, নিজের সঙ্গে নিজে প্রতারণা করা ঠিক না। শেখ মুজিব ভাসানীকে সম্মান দিলেও আপনারা কেন সম্মান দিচ্ছেন না।
এ সময় তিনি ভাষানীকে পাঠ্যপুস্তকে সংযোজন করার আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান।